‘প্রত্যেক রোগের জন্য ঔষধ রয়েছে। সুতরাং যখন রোগের জন্য সঠিক ঔষধ ব্যবহৃত হয়, তখন আল্লাহ তা‘আলার হুকুমে রোগী রোগমুক্ত হয়ে যায়’ (ছহীহ মুসলিম, হা/২২০৪-৬৯)।

তাই বৈধ পন্থায় চিকিৎসা করতে পারলে ইনশাআল্লাহ যেকোন রোগ ভাল হবে।

সুন্দর পৃথিবীর খোঁজে, সুন্দর পৃথিবীর জন্য

সুন্দর পৃথিবীর জন্য

জেনেটিক হোমিওপ্যাথি

জেনেটিক হোমিওপ্যাথি সম্পর্কে

জেনেটিক হোমিওপ্যাথি একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি

আমরা জানি, সুগভীর মননশীলতা এবং আরোহ-অবরোহ সঞ্জাত সত্য বলে প্রমাণিত বা প্রমাণ করা যায় এমন জ্ঞানকেই বিজ্ঞান বলে। গভীর উপলব্ধি হতেই বৈজ্ঞানিক চিন্তার উন্মেষ হয়, সেজন্য রকমারী কল্পনার আশ্রয় গ্রহণ করার প্রয়োজন হয় না। পৃথিবী গোলাকার এটা সুষ্পষ্টরূপে বুঝতে পেরেই পিথাগোরাস (Pythagoras) দিকচক্রবালের দিকে জাহাজে চড়ে জলযাত্রা করেছিলেন। তিনি কি ভুল করেছিলেন? কলম্বাসের (Columbus) পৃথিবী পর্যটন আরম্ভ ও ম্যাগিলান (Magellan) সমাপ্ত করার পূর্ব পর্যন্ত প্রায় দুই হাজার বৎসর ধরে এরিষ্টটল (Aristotle) ছাড়া সবই ধারণা করতেন পৃথিবী চেপ্টা – সেজন্য পিথাগোরাসের উপলব্ধি কি অপরিপক্ক বা অসত্য ছিল?

সফলতা

আমাদের সাফল্যের কিছু উদাহরণ

Orthopedics

হাড় দ্রুত জোড়া লাগা ও শক্তি ফিরে আসা।

Renal Diseases​

কিডনিতে পানি জমা, ব্যাথা করা ইত্যাদী।

Dental Care

দাঁতের বিভিন্ন সমস্যা যেমন ব্যাথা, রক্ত পড়া।

Cardilogy

রক্তনালীর চর্বি,, অনিয়ন্ত্রিত হার্ট বিট ইত্যাদী।

Pulmunology

শ্বাস কষ্ট, নিশ্বাস নিতে সমস্যা হওয়া।

Nurology

হাইপ্রেসার, স্মৃতি শক্তি, চিন্তাভাবনা উন্নতি।

পায়খানা বন্ধ হওয়া কষ্টের ১৮ টি দিন

১৮ দিন পায়খানা বন্ধ ছিল, বিভিন্ন চিকিৎসা করা হয়। এমনকি এলোপ্যাথিক চিকিৎসায় ৩০-৪০ হাজার টাকা খরচ করে অনেকদিন হাসপাতালে ভর্তি থেকেও নিরুপায় যখন রিলিজ করে দেয়। তখন আত্মীয়-স্বজন পরিবার সবার অমতে জোর করে রোগীকে কোলে করে আমাদের কাছে নিয়ে আসে এবং আমাদের ওষুধ সেবনের দিনই সন্ধ্যায় পায়খানা হয়। সবাই চাইছিল এই বয়সে আর এই সময় চিকিৎসা করে বাঁচবে না শুধু শুধু টাকা নষ্ট।

কি কি সমস্যা ছিল সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন।

+880 1540 735003

কল করুন

জরুরী প্রয়োজনে

কেন জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন

আমাদের রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সেবা

জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসায় প্রচলিত সমস্ত রোগ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত দ্রুত ও স্থায়ী আরোগ্য করে। Inflammation, Free-Radical, Reactive Oxygen Species, Insulin Resistance, Auto-immunity কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ধৈর্য্য ধরে নির্দেশনা মানুন।

অভিজ্ঞ ডাক্তার

প্রতিটি জেলায় GHP সেন্টার

টেস্ট বিষয়ক পরামর্শ

জরুরী সেবা

h3-wcu-img.jpg
Current GHP center
0 +
Spcialist Doctors
0 +
Happy Patients
0 +
Total Bed
0 +
Spcialist Doctors
0 +
Happy Students
0 +
Happy Patients
0 +

অভিমত

আমাদের সম্পর্কে অভিজ্ঞদের অভিমত

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ “জেনেটিক হোমিওপ্যাথি” বইটি আমি খুব ভালোভাবে অধ্যায়ন করেছি এবং জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা আমি নিজে গ্রহণ এবং আমার রোগীদের উপর প্রতিনিয়ত প্রয়োগ করছি। হোমিওপ্যাথি অধ্যয়নের শুরু থেকেই অনুসন্ধান করতাম এই চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান স্যারের পর নতুন করে আধুনিক কোন গবেষণা আছে কিনা। কিন্তু তেমন কোন গবেষণা নতুন করে হয় নি। বরং বর্তমান হোমিওপ্যাথির নামেও অপচিকিৎসাই চলছে। যদিও অনেকে এই ধারণা রাখে যে অর্গানন অব মেডিসিন অপরিবর্তনীয় এবং সম্পূর্ণ নির্ভুল (যদিও স্যার নিজেই ৬ বার সংস্করণ করেছেন)। কিন্তু বাস্তব রোগী চিকিৎসায় অর্গাননের উল্টা পদ্ধতি অনুসরণ করে। যেমন একজন রোগীকে ১০ জন হোমিওপ্যাথ প্রায় ১০ রকমেরই মেডিসিন নির্বাচন করবে কিন্তু বিজ্ঞান কখনোই এমন হতে পারে না। আর অর্গানন অব মেডিসিন অনুসারে প্রত্যেক ব্যক্তির জন্য সিমিলিমাম অপরিবর্তনীয়। বিস্তারিত প্রসঙ্গে না যেয়ে J,T KENT এর নিম্নের উক্তিটি যথেষ্ট মনে করছি- ["That patient has the same disease he had when he was born. This array of symptoms represents the same state before the pathological conditions have been formed as after. And it is true, if he has liver disease or brain disease or any of the many tissue changes that they call disease, you must go back and procure these very symptoms before you can make a prescription. Prescribing for the results of disease causes changes in the results of disease, but not in the sickness except to hurry its progress." [Lectures on homoeopathic Philosophy P. 23, James Tyler KENT]- অর্থাৎ ঐ রোগীর এখন যে রোগটি রয়েছে (ধরা পড়েছে) সেটি তখনও ছিল যখন তিনি জন্মেছিলেন অর্থাৎ যখন তিনি জন্মেছিলেন তখন যে রোগটি ছিল আজ ঐ রোগীর একই রোগ রয়েছে। রোগগ্রস্ত হওয়ার পর এখনকার লক্ষণবিন্যাস, রোগগ্রস্ত হবার আগেও একই রকম ছিল। একথার সত্যতার প্রমাণ পাওয়া যাবে যদি এখন ঐ মানুষটির যকৃতের বা মস্তিষ্কের অথবা অন্য কোনো কোষকলার কোনো সমস্যা হয়ে থাকে। (সেগুলোকে ভিন্ন ভিন্ন রোগ হিসেবে নামকরণ করা হয়েছে) অর্থাৎ এই সমস্যাগুলো ধরা পড়ার আগের লক্ষণগুলো সংগ্রহ করতে হবে। বর্তমান সমস্যা বা রোগের পরিণামফলের ভিত্তিতে ঔষধের ব্যবস্থা করলে, সমস্যাগুলোর বা রোগের পরিণামফলের পরিবর্তন হয়, কিন্তু ঔষধগুলো সেজন্য ভিতরে ভিতরে মূল রোগটির (Chronic disease) অগ্রগতিকে ত্বরান্বিত করে। জেনেটিক হোমিওপ্যাথি বইটির লেখকের হোমিও গবেষণার প্রায় সকল বিষয় শুরু থেকেই আমি অবগত। মনে পড়ে যখন তিনি বইয়ের লাইব্রেরীতে যেতেন সেখানে তিনি বই নিয়ে ডুবে থাকতেন। একটা বিষয় অধ্যয়ন শুরু করলে শেষ না করা পর্যন্ত অন্য সকল বিষয় যেন ভুলে যেতেন। তিনি শুরুতেই হোমিওপ্যাথির মৌলিক বইসমূহ বারবার পড়ে শেষ করেন এবং সেগুলো নোট করে নিতেন। তিনি সব সময় হোমিপ্যাথি চর্চায় আত্মনিয়োগ করতেন, তার আর্থিক অভাবেও তিনি অন্য পেশা গ্রহণ করেন নি। তার হোমিওপ্যাথি চর্চার বিষয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডা. নাজির হোসেন স্যার-কে জানাতেই তখন স্যার বলেছিলেন “ইকবাল ভাল কিছু করবে”। ডাঃ ইকবাল ভাইয়ের উক্তিটি এখনও হৃদয় স্পর্শ করে, “যে চিকিৎসায় রোগীর ক্ষতি হয় আমি সেটা কখনোই করব না”। একজন হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ, এছাড়াও তিনি হোমিওপ্যাথি চিকিৎসার বিভিন্ন পদ্ধতির উপর প্রচুর পড়াশোনা ও সেগুলো রোগীদের প্রয়োগ করতেন। যখনই কোন পদ্ধতিতে তিনি ওষুধ প্রয়োগ করতেন সেটার ফলাফল এবং ভালো মন্দ দিক নিয়ে আমার সাথে আলোচনা করতেন। সর্বশেষ তিনি জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে আমাকে বলেন যে এত গবেষণার পর এখন নিজের কাছে স্বস্তি পাই স্যার হ্যানিম্যান যেভাবে লিখেছেন যে- “Restore the sick to health to cure ” এখন মনে হয় স্যারের লেখাটা সঠিকভাবে প্রতিফলিত করতে পারব ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, “জেনেটিক হোমিওপ্যথি” হোমিওপ্যাথির এক নবআবিষ্কার যা আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা ডা. ইকবাল হোসেন-এর মাধ্যমে আমাদের মাঝে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু এই চিকিৎসাকে সার্বিকভাবে কল্যাণ দান করুন এবং মানব সেবায় সেটার যথাযথ ব্যবহারের তাওফীক দান করুন, আমীন।

ডা. শাহিনুর রহমান

জুন ২০২২

আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসুলাল্লাহ "জেনেটিক হোমিওপ্যাথি" বইটি লিখতে উৎসাহ দিয়েছি এবং পাশে থেকেছি। আমি নিজেও এই চিকিৎসায় সুস্থ আলহামদুলিল্লাহ। এই বই লেখার ক্ষেত্রে লেখককে অক্লান্ত পরিশ্রম ও হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে। সহধর্মিনী হিসেবে আমিই বাস্তব সাক্ষী। ক্লাসিকাল হোমিওপ্যাথি দিয়েই চিকিৎসা শুরু করেন কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। বরং হতাশা শুধুই হতাশা। তিনি প্রচুর পড়ালেখা করতেন একটা বই পড়তে বসলে শেষ না করে উঠতেন না। চিকিৎসা বিষয়ে বিভিন্ন লেখকের বইয়ে ডুবে থাকতেন। হোমিওপ্যাথির প্রায় সকল পদ্ধতিতে বাস্তবে চিকিৎসা করেছেন কিন্তু কখনই মন শান্ত হয় নি। এমন সময় ডাক্তার শ্যামল কুমার দাসের ভিডিও নজরে আসে এবং সেটা রাত দিন দেখতে থাকেন, এমনকি কয়েকদিন চেম্বার বন্ধ করেন। উনার রিয়েল হোমিওপ্যাথির নিয়ম অনুসারে প্রথমে নিজের আমার ,বাবা মার উপর ও রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করেন কিন্তু তাতেও কোনো আশানুরূপ ফল পাননি। রোগীরা কিছুদিন খুব ভালো থাকে কিন্তু পরবর্তীতে আরো জটিল অবস্থার সৃষ্টি হয়। এরপর তিনি প্রচণ্ড হতাশায় ভুগতে থাকেন। আগের চেয়ে আরো বেশি পড়াশোনা এবং গবেষণা শুরু করেন। রাতে ঘুম যেন প্রায় ছেড়ে দেন। বহু রাত না ঘুমিয়ে পড়ালেখা এবং গবেষণা করেছেন। এরপর তিনি এমন এক পদ্ধতি আবিষ্কার করেন যা তিনি আগে নিজের উপর প্রয়োগ করেন। তিনি নিজে যখন দেখলেন আগের চেয়ে অনেক দ্রুত এবং প্রকৃত সুস্থ হচ্ছেন। তখন আমার উপর প্রয়োগ করেন যেহেতু প্রেগনেন্সির সময় তাই খুব রিস্ক ছিল। তবে আমার মন বলছিল ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যদিও দুর্ঘটনাবশত সিজার করতে হয়েছিল কিন্তু (৩দিন পর থেকে) এন্টিবায়োটিক এবং অন্যান্য ঔষধ ছাড়াই এত বড় একটা অস্ত্রোপাচার থেকে রিকভার করে আল্লাহর ইচ্ছায় জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। এরপর আমার ৫ দিনের বাচ্চার চিকিৎসা করা হয় জেনেটিক হোমিওপ্যাথিতেই। আলহামদুলিল্লাহ আমার মেয়ের এখনো পর্যন্ত তেমন কোন অসুখ হয়নি। সে সম্পূর্ণ প্রকৃত সুস্থ। তারপর আব্বু-আম্মু উনারাও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ যদিও পুরাতন এজমার জন্য আব্বুর পূর্বে ইনজেকশন নিতে হত এবং নিয়মিত উচ্চ রক্তচাপ ও এসিডিটির ঔষধ খেতে হতো , এখন ঔষধ ছাড়াই ভালো। এরকম আমার দেখা অনেক রোগী জেনেটিক হোমিওপ্যাথিতে সুস্থ হয়েছে যারা পূর্বের চিকিৎসায় আশানুরূপ ফল পাননি। আমি নিজেও একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং হোমিওপ্যাথ। যদিও হোমিওপ্যাথিতে হ্যানিম্যানের অর্গাননকে সংবিধান মনে করা হয় কিন্তু লেখক মনে করিয়ে দিয়েছেন জ্ঞান ও বিজ্ঞান ধ্রুব সত্য নয়। বরং জ্ঞান ও বিজ্ঞানের অগ্রগতির ফলে "সত্য" এর সংজ্ঞারও অগ্রগতি ঘটে। সর্বোপরি আমার কাছে মনে হয়েছে,"জেনেটিক হোমিওপ্যাথি" বইটিতে লেখক অল্প পরিসরে চিকিৎসা বিজ্ঞানের মত জটিল ও গভীর বিষয় নিয়ে চমৎকার এবং বিজ্ঞানভিত্তিক বাস্তবিক চিকিৎসালব্ধ সুনিশ্চিত ভাবে প্রমাণিত তত্ত্ব তুলে ধরেছেন।

MT তানিয়া আফরোজ

জুন ২০২২​

গ্যালারী

আমাদের সেন্টার কেয়ার