How may we help you?

frequently asked questions

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

প্রশ্ন ১) Genetic Homeopathy নামটি কোথায় পেলেন? আপনার পূর্বে কেউ জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে কাজ করার চেষ্টা করেছে কি?

আমার পূর্বে ২০০৮-১০ সাল থেকে বহু চিকিৎসক গতানুগতিক হোমিওপ্যাথি দিয়ে জেনেটিক্সে কাজ করতে চেয়েছে, এমনকি জেনেটিক হোমিওপ্যাথি নাম দিয়েও কাজ করেছে। এটা বিভিন্ন অনলাইন মাধ্যমে খোঁজ করলে পেয়ে যাবেন,যা এখনও প্রচেষ্টা অব্যহত রেখেছেন। এমনকি বিভিন্ন পুস্তকেও পাবেন কিন্তু কেউই সঠিক দিশা পায়নি। আমি সকল চিকিৎসা পদ্ধতি কাজে লাগিয়ে নির্যাস গুলোকে একত্রিত করে সামনে রেখে নতুন করে গবেষণা করে GENETIC HOMEOPATHY নামে তুলে ধরেছি। এই চিকিৎসা গবেষণায় নতুন কিছু নীতি প্রয়োগ করেছি যা আমার পূর্বে আমার জানা মতে আল্লাহ কারো অন্তরে জাগ্রত করেন নি। এরপর অনেক প্রচেষ্টা বহুবার চেষ্টায় ব্যর্থ হয়েছি। অবশেষে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। বহু মানুষের নিভৃতে দোয়া,কষ্ট ও ধৈর্য্যের বিনিময়ে আল্লাহ আমাদের দিয়েছেন। আমার আগে যেমন অনেকে চেষ্টা করেছে ইনশাআল্লাহ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আরোও অনেক উন্নত হবে। নাম দিয়ে কিছু যায় আসে না কিন্তু আমি চাই আমার চিকিৎসার সবকিছুই আল্লাহ তাআলা কল্যাণকর করুক। হাজারো চিকিৎসক তৈরি করতে যারা হবে আমার চেয়েও আধুনিক। আমীন!

প্রশ্ন ২) স্বাস্থ্য (Health) কী?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে: স্বাস্থ্য হল সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা এবং শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়।(Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity.–WHO)

প্রশ্ন ৩) আরোগ্য (Cure) কি?

নিরাময় বা স্বাস্থ্য পুনরুদ্ধারের উপায়(Cure: means of healing or restoring to health)

প্রশ্ন ৪) সুস্থ্য থাকব কিভাবে?

সুস্থ্য হতে: – ভালো ডাক্তার + সুনির্বাচিত (জেনেটিক্যালি সুস্থ হওয়ার) ঔষধ + ভালো খাবার (স্বাস্থ্যকর খাবার)+ ধর্মীয় জীবনব্যবস্থা অনুসরণ।

প্রশ্ন ৫) যদি আমরা লবণ কম খাই তাহলে লবণে যোগ করা আয়োডিনের ঘাটতি কিভাবে পূরণ হবে?

এটা আসলে আমাদের মাইন্ড গেম। আয়োডিন নিয়ে ভাবতে হবে না। কারণ মাছ মাংস দুধ ডিম এবং অন্যান্য যে খাবারগুলো আমরা খাই। তাতে যথেষ্ট আয়োডিন রয়েছে। আমাদের শরীর যদি absorb করতে পারে তাহলে কোন সমস্যা নেই। বরং অতিরিক্ত আয়োডিনের কারণে মানুষের মধ্যে রাগ, মুড সুইং,হতাশা এবং বিভিন্ন মানসিক সমস্যা তৈরি হচ্ছে। আয়োডিনের যে ফাংশন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের বর্তমানে হাইপার থাইরয়েডি অনেক বেশি। আর হাইপো থাইরয়েড হবে না মূল সমস্যা আমাদের থাইরয়েড কোষের জেনেটিক ত্রুটির কারণ। আশা করি বুঝাতে পেরেছি আরও বিস্তারিত অন্য সময় লিখব ইনশাল্লাহ।

আরও কিছু তথ্য যা আমি বারবার বলে থাকি—
আসলে হাত দিব কোন জায়গায়। ওষুধ বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন, এবং আধুনিক ড্রাগস আবিষ্কার করছে। কিন্তু মূল জায়গায় কেউ হাত দেননি সেটা হচ্ছে জেনেটিক্যালি সমস্যাগুলো দূর করে ইমিউনিটি স্থায়ী শক্তিশালী করার চিকিৎসা করা।

আমরা যেই GENETIC HOMEOPATHY চিকিৎসার কথা বলি। তখন অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসে বিভিন্ন কারণে যদি আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় বা কোন কেমিক্যাল ড্রাগস নিতে হয়। তখন কি করব? আসলে প্রশ্নের উত্তর এটা – আপনার উপর যেই ড্রাগস কাজ করছে না, সে ড্রাগসও কাজ করাবে। আর যেই ড্রাগ হয়তো আপনার ৫০০ Mg দরকার ছিল সেটা ১০০ Mg যথেষ্ট হয়ে যাবে। প্রয়োজনের অতিরিক্ত ঔষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে যদিও বেশি খেয়ে ফেললেও শরীর কয়েকদিনের মধ্যে সে সমস্যাও গুলো দূর করে দিবে ইনশাল্লাহ।

শুধু এতটুকু মনে রাখবেন আধুনিক যে সকল ড্রাগস রয়েছে , সেগুলো আপনি ওষুধ হিসেবে খেলেও সবগুলোই প্রয়োজনের অতিরিক্ত অতি সামান্যটুকুও আমাদের কিডনি লিভার পেট এবং ব্রেইনের জন্য ক্ষতিকর। অবশ্যই এ বিষয়ে সকল ঔষধ বিজ্ঞানী একমত।

উপরের কথাটাই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বারবার লিখি ,বলি কিন্তু এরপরেও কি বোঝে? আসলে শোনা বলা সহজ কিন্তু বুঝে অনুধাবন, উপলব্ধি করাটা সবাই সহজে পারেনা। কিন্তু এটা সকলকে বুঝতেই হবে, অনুধাবন করতেই হবে,এজন্য বারবার বিভিন্ন ভাবে বলি।

শুধু একটি কথা বলি – এলোপ্যাথি ঔষধ যথাসম্ভব কম খাবেন। এছাড়া অন্যান্য সকল অবৈজ্ঞানিক ক্ষতিকর চিকিৎসা পদ্ধতি এড়িয়ে চলবেন অবশ্যই। অর্থাৎ Allopathy এলোপ্যাথি ব্যতীত প্রচলিত Homeopathy ও অন্যান্য চিকিৎসা এড়িয়ে চলবেন। এর মানে এই না যে আপনার কাশি হচ্ছে আর লবঙ্গ চিবানো নিষেধ। আপনার একটু ঠান্ডা শ্বাসকষ্ট হচ্ছে আর আপনি একটু আদা গরম পানি খাবেন না। বরং লবঙ্গ খাবেন, আদা গরম পানি খাবেন –এটা ওষুধ হিসাবে নয় বরং আপনার প্রয়োজনীয় ভেষজ খাবার।

কিন্তু আদা লবঙ্গ আরো দশ রকমের ভেষজ মিশিয়ে বিভিন্ন পদ্ধতিতে যেই অবৈজ্ঞানিক ঔষধ তৈরি করা হচ্ছে সেগুলো খাবেন না।

প্রশ্ন ৬) জেনেটিক হোমিওপ্যাথি কি এলোপ্যাথি (আয়ুর্বেদিক,ইউনানী) ঔষধ ব্যবহারের পক্ষে?

সত্য কথা সবসময়ই সরাসরি বলা যায় না কারণ সত্য কথা বললে শত্রু বাড়বেই : কেউ জেনেবুঝে বলুক, আর কেউ না জেনেবুঝে বলুক।

এককথায় এলোপ্যাথি, ইউনানী, আয়ুর্বেদিক — ঔষধগুলো আমাদের ইমিউনিটি শক্তিশালী না বরং নষ্ট করে। আমাদের Genetic mutation এর অন্যতম কারণ বা অসুস্থতা/রোগ জন্মের অন্যতম কারণ medicine 💊💉 নামক drugs/chemical.

✍️✍️প্রথমেই ইউনানী আয়ুরবেদিক– এগুলো ভেষজ কিন্তু অনেকগুলো মিশিয়ে যেই পদ্ধতিতে তৈরি করা হয় ,সেটাতে পার্শ্বপ্রতিক্রিয়া ভয়াবহ হয়। এটার ক্ষতিকর দিক কোনো মহলেই আলোচনা না হলেও এটা কেমিকেল রিয়াকশনেই কাজ করে । ফলে ক্ষতি প্রায় এলোপ্যাথির মত, এমনকি কিছু কিছু সময় আরো ব্যাপক। — এজন্য নিষিদ্ধ।

✍️✍️এলোপ্যাথি– ভ্রূণ তৈরি হওয়ার পর এলোপ্যাথি খাইয়ে খাইয়ে ইমিউনিটি তেরোটা বাজিয়ে রেখেছে। — এলোপ্যাথি ঔষধের প্রতি নেশা হয়ে আছে , অলরেডি আমাদের Subconsious mind প্রবলভাবে গেঁথে রেখেছে। সুতরাং অনেক সময় সত্য বয়ানে কোনো কাজ আসবে না বিশেষ করে genetic homeopathy চিকিৎসার ৬ সপ্তাহ বা ৪০ তম দিন পর্যন্ত। — তাই জ্বর যদি ১০১ এর উপরে হয় paracetamol 500mg ২-৪ভাগের একভাগ বা ১৫০-২৫০mg ১ দিন বৈধ রেখেছি। তবে যে ধৈর্য্য ধরবে ও শুধু GMR নিবে সেটা বহুত কল্যাণ। কিন্তু ওইযে প্রবাদ “পাড়াপ্রতিবেশীর ঘুম নেই! তাছাড়া রোগী রোগে যত না মরে রোগীকে দেখতে আসা হিতাকাঙ্খীদের মানসিক টর্চার বেশি অসুস্থ্য করে”।

প্রশ্ন ৭) প্রচলিত হোমিওপ্যাথি (Homeopathy) চিকিৎসা কি সত্যই পার্শ্বপ্রতিক্রিয়া (Side effect) মুক্ত/কম?

হোমিওপ্যাথি নাকি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত বা কম।–
এটি পৃথিবীতে অন্যতম মিথ্যা কথার একটি। বরং আপনার দুরারোগ্য রোগটির কারণ পূর্বে আপনি কোন একটি রোগ সারাতে যেয়ে হোমিও ওষুধটি খেয়েছিলেন সেটাই প্রধান দায়ী। কারণ লক্ষণের নাম করে অবৈজ্ঞানিকভাবে শক্তির ব্যবহার।

আপনার যত সমস্যা বর্তমানে — এগুলোর মূল কারণ হোমিওপ্যাথি ইউনানী আয়ুর্বেদী এলোপ্যাথি এ যাবৎ যত ওষুধ খেয়েছেন। তবে ছোটবেলায় আপনার মা যে গর্ভাবস্থায় পালসেটিলা খেয়েছিল, মনে নেই ডাক্তারবাবু ২০-৩০ টাকায় যে মিষ্টি দানার ওষুধ দিয়েছে। আপনি ৪০ বছর বয়সেও বা 80 বছর বয়সেও যে জটিল রোগের সেটার পিছনে মূল কলকাঠি।আবার ওই যে একটু বড় হয় গ্যাস বাত ব্যথা জ্বরের জন্য এলোপ্যাথিক ওষুধ, বা কোন কারণে গাছ-গাছারির ওষুধ খেয়েছেন। এগুলো সবই আজকে আপনার ডায়াবেটিস, ক্যান্সার, এলার্জি ,পেটের যা প্রবলেম ,লিভারের যা সমস্যা ,হার্টের যা সমস্যা, ব্রেইনের যা সমস্যা, আপনার ইউনিটি দুর্বল জন্যই চুলকানি কৃমি যত সব মাইক্র অর্গানিজম নিরীহ প্রাণীর দোষ দিবেন না! এগুলোর জন্য দায়ী ওই বছরের পর বছর মাঝে মাঝে বিভিন্ন ওষুধ খাওয়া। আর ওই অতি শ্রদ্ধেয় বিশেষজ্ঞ বা কথিত ভালো ডাক্তার দের পকেট ভারি করা ওষুধ যার জন্য হাজার হাজার টাকা আর দশ বিশটা ডাক্তার দেখাতে হচ্ছে বা হবে।

অনেক তিক্ত কথা আজ বললাম! জানি এগুলো বলে খুব একটা লাভ হবে না বরং নিজের নিরাপত্তা এবং অন্যের দেওয়া শ্রদ্ধা কমে যাবে। এরপরও বলতে হবে কারণ কবরেও একদিন যেতে হবে!!! শত শত রোগীকে ঘন্টার পর ঘন্টা সময় দিন অবজারভেশন করুন সব মিলিয়ে চিন্তাভাবনা করুন অপেক্ষা করুন দেখতে থাকুন তার কারণ খুঁজতে থাকুন একদিন আমার কথার সাথে আপনি একমত হবেন ইনশাআল্লাহ।

#সুন্দর_পৃথিবীর_খোঁজে

প্রশ্ন ৮) Genetic Medicine(GM) খাওয়ার পরে। ঐ রুগি ইচ্ছা/অনিচ্ছায় যদি প্রচলিত হোমিওপ্যাথি খায়/স্পর্শ/ব্যবহার করে। তাহলে তাদের ক্ষেত্রে করণীয় কি?

যেমন:—
১) অনেক সময় দেখা যায় পরিবারের অন্য সদস্যরা কাপ/গ্লাসে করে প্রচলিত হোমিও ঔষধ খায়। তখন ঐ রুগির ব্যবহৃত কাপ/গ্লাস অন্যরা ব্যবহার করে। অথবা ঐ রুগির সেবা করতে গিয়ে ঐ ঔষধের বোতল গুলো স্পর্শ করতে হয়।

২) অনেক সময় দেখা যায় বন্ধু হোমিওপ্যাথি ডাক্তার। তখন মাঝেমাঝে তার চেম্বারে আড্ডা হয়। তখন ঐ বোতল গুলো স্পর্শ হতে পারে। ডাক্তারা সাধারণত কিছু ঔষধ টেবিলের উপরেই রেখে থাকেন। ইত্যাদি ইত্যাদি।

উত্তর: একজন GENETIC HOMEOPATH রুগিকে যেই কাজ গুলো আজীবনের জন্য নিষিদ্ধ করেছেন। তা যেন ইচ্ছা/অনিচ্ছায় কোন ভাবেই না করেন।

যদি করেন তাহলে তার GM এর ক্রিয়া কমতে থাকবে। তাই তিনি GM থেকে আশানুরূপ ফল পাবেন না। তবে GM নেওয়ার কারণে অন্যদের তুলনায় মোটামুটি কম ক্ষতিগ্রস্ত হবেন।

*** যে জীবনে একবারও হোমিওপ্যাথি খায়নি। তার জন্য জেনেটিক হোমিওপ্যাথি ম্যাজিক।
তবে এমন রুগি পাওয়া দুষ্কর। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই জীবনে কোননা কোন সময় হোমিওপ্যাথি খেয়েছে। নবজাতক/শিশু কিছু পেতে পারেন। তবে সেখানেও মা হয়ত গর্ভাবস্তায় হোমিওপ্যাথি খেয়েছে।

বিদ্র:- ভাঙ্গাচুরা পুরনো ক্ষতিগ্রস্ত মাল জোড়া তালি দিয়ে ঠিক করতে থাকা, আর নতুন মাল দেখাশুনা করা কখনোই এক নয়। তাই যে যত কম ক্ষতিকর অবস্থা GENETIC HOMEOPATHYতে আসবে। এবং GENETIC HOMEOPATH এর সকল নির্দেশনা অনুসরণ করবে। সে তত তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাআল্লহ্।

প্রশ্ন ১) Genetic Homeopathy নামটি কোথায় পেলেন? আপনার পূর্বে কেউ জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে কাজ করার চেষ্টা করেছে কি?

আমার পূর্বে ২০০৮-১০ সাল থেকে বহু চিকিৎসক গতানুগতিক হোমিওপ্যাথি দিয়ে জেনেটিক্সে কাজ করতে চেয়েছে, এমনকি জেনেটিক হোমিওপ্যাথি নাম দিয়েও কাজ করেছে। এটা বিভিন্ন অনলাইন মাধ্যমে খোঁজ করলে পেয়ে যাবেন,যা এখনও প্রচেষ্টা অব্যহত রেখেছেন। এমনকি বিভিন্ন পুস্তকেও পাবেন কিন্তু কেউই সঠিক দিশা পায়নি। আমি সকল চিকিৎসা পদ্ধতি কাজে লাগিয়ে নির্যাস গুলোকে একত্রিত করে সামনে রেখে নতুন করে গবেষণা করে GENETIC HOMEOPATHY নামে তুলে ধরেছি। এই চিকিৎসা গবেষণায় নতুন কিছু নীতি প্রয়োগ করেছি যা আমার পূর্বে আমার জানা মতে আল্লাহ কারো অন্তরে জাগ্রত করেন নি। এরপর অনেক প্রচেষ্টা বহুবার চেষ্টায় ব্যর্থ হয়েছি। অবশেষে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। বহু মানুষের নিভৃতে দোয়া,কষ্ট ও ধৈর্য্যের বিনিময়ে আল্লাহ আমাদের দিয়েছেন। আমার আগে যেমন অনেকে চেষ্টা করেছে ইনশাআল্লাহ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আরোও অনেক উন্নত হবে। নাম দিয়ে কিছু যায় আসে না কিন্তু আমি চাই আমার চিকিৎসার সবকিছুই আল্লাহ তাআলা কল্যাণকর করুক। হাজারো চিকিৎসক তৈরি করতে যারা হবে আমার চেয়েও আধুনিক।আমীন!

প্রশ্ন ২) স্বাস্থ্য (Health) কী?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে: স্বাস্থ্য হল সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা এবং শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়।(Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity.–WHO)

প্রশ্ন ৩) আরোগ্য (Cure) কি?

নিরাময় বা স্বাস্থ্য পুনরুদ্ধারের উপায়(Cure: means of healing or restoring to health)

প্রশ্ন ৪) সুস্থ্য থাকব কিভাবে?

সুস্থ্য হতে: – ভালো ডাক্তার + সুনির্বাচিত (জেনেটিক্যালি সুস্থ হওয়ার) ঔষধ + ভালো খাবার (স্বাস্থ্যকর খাবার)+ ধর্মীয় জীবনব্যবস্থা অনুসরণ।

প্রশ্ন ৫) যদি আমরা লবণ কম খাই তাহলে লবণে যোগ করা আয়োডিনের ঘাটতি কিভাবে পূরণ হবে?

এটা আসলে আমাদের মাইন্ড গেম। আয়োডিন নিয়ে ভাবতে হবে না। কারণ মাছ মাংস দুধ ডিম এবং অন্যান্য যে খাবারগুলো আমরা খাই। তাতে যথেষ্ট আয়োডিন রয়েছে। আমাদের শরীর যদি absorb করতে পারে তাহলে কোন সমস্যা নেই। বরং অতিরিক্ত আয়োডিনের কারণে মানুষের মধ্যে রাগ, মুড সুইং,হতাশা এবং বিভিন্ন মানসিক সমস্যা তৈরি হচ্ছে। আয়োডিনের যে ফাংশন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের বর্তমানে হাইপার থাইরয়েডি অনেক বেশি। আর হাইপো থাইরয়েড হবে না মূল সমস্যা আমাদের থাইরয়েড কোষের জেনেটিক ত্রুটির কারণ। আশা করি বুঝাতে পেরেছি আরও বিস্তারিত অন্য সময় লিখব ইনশাল্লাহ।

আরও কিছু তথ্য যা আমি বারবার বলে থাকি—
আসলে হাত দিব কোন জায়গায়। ওষুধ বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন, এবং আধুনিক ড্রাগস আবিষ্কার করছে। কিন্তু মূল জায়গায় কেউ হাত দেননি সেটা হচ্ছে জেনেটিক্যালি সমস্যাগুলো দূর করে ইমিউনিটি স্থায়ী শক্তিশালী করার চিকিৎসা করা।

আমরা যেই GENETIC HOMEOPATHY চিকিৎসার কথা বলি। তখন অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসে বিভিন্ন কারণে যদি আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় বা কোন কেমিক্যাল ড্রাগস নিতে হয়। তখন কি করব? আসলে প্রশ্নের উত্তর এটা – আপনার উপর যেই ড্রাগস কাজ করছে না, সে ড্রাগসও কাজ করাবে। আর যেই ড্রাগ হয়তো আপনার ৫০০ Mg দরকার ছিল সেটা ১০০ Mg যথেষ্ট হয়ে যাবে। প্রয়োজনের অতিরিক্ত ঔষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে যদিও বেশি খেয়ে ফেললেও শরীর কয়েকদিনের মধ্যে সে সমস্যাও গুলো দূর করে দিবে ইনশাল্লাহ।

শুধু এতটুকু মনে রাখবেন আধুনিক যে সকল ড্রাগস রয়েছে , সেগুলো আপনি ওষুধ হিসেবে খেলেও সবগুলোই প্রয়োজনের অতিরিক্ত অতি সামান্যটুকুও আমাদের কিডনি লিভার পেট এবং ব্রেইনের জন্য ক্ষতিকর। অবশ্যই এ বিষয়ে সকল ঔষধ বিজ্ঞানী একমত।

উপরের কথাটাই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বারবার লিখি ,বলি কিন্তু এরপরেও কি বোঝে? আসলে শোনা বলা সহজ কিন্তু বুঝে অনুধাবন, উপলব্ধি করাটা সবাই সহজে পারেনা। কিন্তু এটা সকলকে বুঝতেই হবে, অনুধাবন করতেই হবে,এজন্য বারবার বিভিন্ন ভাবে বলি।

শুধু একটি কথা বলি – এলোপ্যাথি ঔষধ যথাসম্ভব কম খাবেন। এছাড়া অন্যান্য সকল অবৈজ্ঞানিক ক্ষতিকর চিকিৎসা পদ্ধতি এড়িয়ে চলবেন অবশ্যই। অর্থাৎ Allopathy এলোপ্যাথি ব্যতীত প্রচলিত Homeopathy ও অন্যান্য চিকিৎসা এড়িয়ে চলবেন। এর মানে এই না যে আপনার কাশি হচ্ছে আর লবঙ্গ চিবানো নিষেধ। আপনার একটু ঠান্ডা শ্বাসকষ্ট হচ্ছে আর আপনি একটু আদা গরম পানি খাবেন না। বরং লবঙ্গ খাবেন, আদা গরম পানি খাবেন –এটা ওষুধ হিসাবে নয় বরং আপনার প্রয়োজনীয় ভেষজ খাবার।

কিন্তু আদা লবঙ্গ আরো দশ রকমের ভেষজ মিশিয়ে বিভিন্ন পদ্ধতিতে যেই অবৈজ্ঞানিক ঔষধ তৈরি করা হচ্ছে সেগুলো খাবেন না।

প্রশ্ন ৬) জেনেটিক হোমিওপ্যাথি কি এলোপ্যাথি (আয়ুর্বেদিক,ইউনানী) ঔষধ ব্যবহারের পক্ষে?

সত্য কথা সবসময়ই সরাসরি বলা যায় না কারণ সত্য কথা বললে শত্রু বাড়বেই : কেউ জেনেবুঝে বলুক, আর কেউ না জেনেবুঝে বলুক।

এককথায় এলোপ্যাথি, ইউনানী, আয়ুর্বেদিক — ঔষধগুলো আমাদের ইমিউনিটি শক্তিশালী না বরং নষ্ট করে। আমাদের Genetic mutation এর অন্যতম কারণ বা অসুস্থতা/রোগ জন্মের অন্যতম কারণ medicine 💊💉 নামক drugs/chemical.

✍️✍️প্রথমেই ইউনানী আয়ুরবেদিক– এগুলো ভেষজ কিন্তু অনেকগুলো মিশিয়ে যেই পদ্ধতিতে তৈরি করা হয় ,সেটাতে পার্শ্বপ্রতিক্রিয়া ভয়াবহ হয়। এটার ক্ষতিকর দিক কোনো মহলেই আলোচনা না হলেও এটা কেমিকেল রিয়াকশনেই কাজ করে । ফলে ক্ষতি প্রায় এলোপ্যাথির মত, এমনকি কিছু কিছু সময় আরো ব্যাপক। — এজন্য নিষিদ্ধ।

✍️✍️এলোপ্যাথি– ভ্রূণ তৈরি হওয়ার পর এলোপ্যাথি খাইয়ে খাইয়ে ইমিউনিটি তেরোটা বাজিয়ে রেখেছে। — এলোপ্যাথি ঔষধের প্রতি নেশা হয়ে আছে , অলরেডি আমাদের Subconsious mind প্রবলভাবে গেঁথে রেখেছে। সুতরাং অনেক সময় সত্য বয়ানে কোনো কাজ আসবে না বিশেষ করে genetic homeopathy চিকিৎসার ৬ সপ্তাহ বা ৪০ তম দিন পর্যন্ত। — তাই জ্বর যদি ১০১ এর উপরে হয় paracetamol 500mg ২-৪ভাগের একভাগ বা ১৫০-২৫০mg ১ দিন বৈধ রেখেছি। তবে যে ধৈর্য্য ধরবে ও শুধু GMR নিবে সেটা বহুত কল্যাণ। কিন্তু ওইযে প্রবাদ “পাড়াপ্রতিবেশীর ঘুম নেই! তাছাড়া রোগী রোগে যত না মরে রোগীকে দেখতে আসা হিতাকাঙ্খীদের মানসিক টর্চার বেশি অসুস্থ্য করে”।

প্রশ্ন ৭) প্রচলিত হোমিওপ্যাথি (Homeopathy) চিকিৎসা কি সত্যই পার্শ্বপ্রতিক্রিয়া (Side effect) মুক্ত/কম?

হোমিওপ্যাথি নাকি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত বা কম।–
এটি পৃথিবীতে অন্যতম মিথ্যা কথার একটি। বরং আপনার দুরারোগ্য রোগটির কারণ পূর্বে আপনি কোন একটি রোগ সারাতে যেয়ে হোমিও ওষুধটি খেয়েছিলেন সেটাই প্রধান দায়ী। কারণ লক্ষণের নাম করে অবৈজ্ঞানিকভাবে শক্তির ব্যবহার।

আপনার যত সমস্যা বর্তমানে — এগুলোর মূল কারণ হোমিওপ্যাথি ইউনানী আয়ুর্বেদী এলোপ্যাথি এ যাবৎ যত ওষুধ খেয়েছেন। তবে ছোটবেলায় আপনার মা যে গর্ভাবস্থায় পালসেটিলা খেয়েছিল, মনে নেই ডাক্তারবাবু ২০-৩০ টাকায় যে মিষ্টি দানার ওষুধ দিয়েছে। আপনি ৪০ বছর বয়সেও বা 80 বছর বয়সেও যে জটিল রোগের সেটার পিছনে মূল কলকাঠি।আবার ওই যে একটু বড় হয় গ্যাস বাত ব্যথা জ্বরের জন্য এলোপ্যাথিক ওষুধ, বা কোন কারণে গাছ-গাছারির ওষুধ খেয়েছেন। এগুলো সবই আজকে আপনার ডায়াবেটিস, ক্যান্সার, এলার্জি ,পেটের যা প্রবলেম ,লিভারের যা সমস্যা ,হার্টের যা সমস্যা, ব্রেইনের যা সমস্যা, আপনার ইউনিটি দুর্বল জন্যই চুলকানি কৃমি যত সব মাইক্র অর্গানিজম নিরীহ প্রাণীর দোষ দিবেন না! এগুলোর জন্য দায়ী ওই বছরের পর বছর মাঝে মাঝে বিভিন্ন ওষুধ খাওয়া। আর ওই অতি শ্রদ্ধেয় বিশেষজ্ঞ বা কথিত ভালো ডাক্তার দের পকেট ভারি করা ওষুধ যার জন্য হাজার হাজার টাকা আর দশ বিশটা ডাক্তার দেখাতে হচ্ছে বা হবে।

অনেক তিক্ত কথা আজ বললাম! জানি এগুলো বলে খুব একটা লাভ হবে না বরং নিজের নিরাপত্তা এবং অন্যের দেওয়া শ্রদ্ধা কমে যাবে। এরপরও বলতে হবে কারণ কবরেও একদিন যেতে হবে!!! শত শত রোগীকে ঘন্টার পর ঘন্টা সময় দিন অবজারভেশন করুন সব মিলিয়ে চিন্তাভাবনা করুন অপেক্ষা করুন দেখতে থাকুন তার কারণ খুঁজতে থাকুন একদিন আমার কথার সাথে আপনি একমত হবেন ইনশাআল্লাহ।

#সুন্দর_পৃথিবীর_খোঁজে

প্রশ্ন ৮) Genetic Medicine(GM) খাওয়ার পরে। ঐ রুগি ইচ্ছা/অনিচ্ছায় যদি প্রচলিত হোমিওপ্যাথি খায়/স্পর্শ/ব্যবহার করে। তাহলে তাদের ক্ষেত্রে করণীয় কি?

যেমন:—
১) অনেক সময় দেখা যায় পরিবারের অন্য সদস্যরা কাপ/গ্লাসে করে প্রচলিত হোমিও ঔষধ খায়। তখন ঐ রুগির ব্যবহৃত কাপ/গ্লাস অন্যরা ব্যবহার করে। অথবা ঐ রুগির সেবা করতে গিয়ে ঐ ঔষধের বোতল গুলো স্পর্শ করতে হয়।

২) অনেক সময় দেখা যায় বন্ধু হোমিওপ্যাথি ডাক্তার। তখন মাঝেমাঝে তার চেম্বারে আড্ডা হয়। তখন ঐ বোতল গুলো স্পর্শ হতে পারে। ডাক্তারা সাধারণত কিছু ঔষধ টেবিলের উপরেই রেখে থাকেন। ইত্যাদি ইত্যাদি।

উত্তর: একজন GENETIC HOMEOPATH রুগিকে যেই কাজ গুলো আজীবনের জন্য নিষিদ্ধ করেছেন। তা যেন ইচ্ছা/অনিচ্ছায় কোন ভাবেই না করেন।

যদি করেন তাহলে তার GM এর ক্রিয়া কমতে থাকবে। তাই তিনি GM থেকে আশানুরূপ ফল পাবেন না। তবে GM নেওয়ার কারণে অন্যদের তুলনায় মোটামুটি কম ক্ষতিগ্রস্ত হবেন।

*** যে জীবনে একবারও হোমিওপ্যাথি খায়নি। তার জন্য জেনেটিক হোমিওপ্যাথি ম্যাজিক।
তবে এমন রুগি পাওয়া দুষ্কর। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই জীবনে কোননা কোন সময় হোমিওপ্যাথি খেয়েছে। নবজাতক/শিশু কিছু পেতে পারেন। তবে সেখানেও মা হয়ত গর্ভাবস্তায় হোমিওপ্যাথি খেয়েছে।

বিদ্র:- ভাঙ্গাচুরা পুরনো ক্ষতিগ্রস্ত মাল জোড়া তালি দিয়ে ঠিক করতে থাকা, আর নতুন মাল দেখাশুনা করা কখনোই এক নয়। তাই যে যত কম ক্ষতিকর অবস্থা GENETIC HOMEOPATHYতে আসবে। এবং GENETIC HOMEOPATH এর সকল নির্দেশনা অনুসরণ করবে। সে তত তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাআল্লহ্।

Alert: You are not allowed to copy content or view source !!